ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সামাজিক সম্প্রতি রক্ষায় নীলফামারীতে শান্তি মিছিল
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-০৮ ০৫:২৩:৫১

নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষে ও শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার দাবীতে বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশ নেন। এর আগে শহিদ মিনারে বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হন অংশগ্রহণ কারীরা। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। ঐতিহাসিক এই ঘটনার বিজয় উদযাপনে নীলফামারীতে সর্বস্তরের মানুষ বিজয় মিছিল করেছে। বিএনপি শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রতি যাতে নষ্ট না হয় এনিয়ে কাজ শুরু করছে।   

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, নীলফামারীতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সামাজিক সম্প্রতি রক্ষায় বিএনপিসহ সকলের সমন্বয়ে কাজ করা হচ্ছে পাড়া মহল্লায়। কারণ একটি সুযোগ সন্ধ্যানী গোষ্ঠি সরকার পতনের সাথে সাথে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থেকে দলের বদনাম করছে। 

বাংলা দেশের মোসলমানরা ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ না : মঈন খান
টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ
পলাশে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম