ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে হামলা ও বাড়ি ঘরে ভাংচুর প্রতিরোধে বিএনপির মাইকিং
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-০৭ ০৬:০৮:০৮

নীলফামারীর বিভিন্ন স্থানে হামলা, বাড়ি ঘরে ভাংচুর প্রতিরোধ এবং সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বিএনপি।শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে বাড়ি ঘরে হামলার অভিযোগ উঠে। 

এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে বিশেষ সভা করেছে দলটির জেলা কমিটি। 

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। ছিলেন সাধারণ সম্পাদক জহুরুল আলমসদ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা দুস্কৃতিকারী। পরাজিত শক্তি এসবের সাথে জড়িত। সুযোগ নিয়ে বাসা বাড়িতে হামলা ভাংচুরসহ নানা ঘটনা ঘটাচ্ছে। 

আমরা দলের প্রতিটি নেতা কর্মীদের মানুষের পাশে দাড়ানো, মন্দিরে যাতে হামলা না হয় সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত