ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শেখ হাসিনার পতনে নীলফামারীতে আইনজীবীদের আনন্দ মিছিল
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-০৭ ০৬:০৬:১৩

 ৫আগষ্ট গণতন্ত্র মুক্তি এবং স্বৈরাচার পতন উপলক্ষে নীলফামারীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীবৃন্দ। বুধবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসুচি পালন করা হয়। 

এতে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান শামীম, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও সাধারণ সম্পাদক রিনো খান, সহ-সাধারণ সম্পাদক বিপুলার সরকার ও জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সজিব। 

বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে। আমরা চাই বাংলাদেশ নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী