দীর্ঘ একযুগ পর নীলফামারী সরকারি কলেজে প্রকাশ্য মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলা শাখার সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি নিশান হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু পারভেজ ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন বক্তব্য দেন।
এরআগে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়ার সাথে মতবিনিময় করেন সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স জানান, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে যে নির্যাতন করেছে তা ভুলবার মত নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল গঠন মুলক রাজনীতি করবে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নীলফামারীতে গ্রেফতার হওয়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সিসহ চার ছাত্রদল নেতা মুক্তি পেয়েছে মঙ্গলবার। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে তাদের মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম ও জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বক্তব্য দেন।