শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অসহযোগ আন্দোলন গতকাল সোমবার কর্মসূচি বাস্তবায়ন শেষে একদল দুর্বৃত্তকারী পরিকল্পিতভাবে সনাতন ধর্মের সাংবাদিক হরেন্দ্র নাথ বর্মনের মন্দির ভাংচুরসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং স্কুলেরহাট (চিন্তারখামার) মৃত হরে কৃষ্ণ বর্মনের পুত্র (হিন্দু সম্প্রদায়) সনাতন ধর্মের হরেন্দ্র নাথ বর্মন বাবুর বাসায় মন্দির ঘর ভাংচুরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন একদল দুর্বৃত্তকারী। এ সময় বসতবাড়ী ভাংচুর করে নগত অর্থ, স্বর্ণ অলংকার, আসবাবপত্র, বস্ত্রসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। বর্তমানে সনাতন ধর্মের সাংবাদিক হরেন্দ্র নাথ বর্মন বাবু ও তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান কে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হরেন্দ্র নাথ বর্মন বাবু বলেন, আমরা সনাতন ধর্মের মানুষ হওয়ার কারণে স্থানীয় একদল দুর্বৃত্তকারী পরিকল্পিতভাবে আমার বাড়ির মন্দির ভাংচুরসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেন। আমি এর ন্যায় বিচার চাই।