নীলফামারীর সৈয়দপুরে ছিনতাই হওয়ার ১৫দিন পর ছয় রাউন্ড গুলিসহ চায়না ৭.৬২ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকার একটি ঝোঁপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোকবুল হোসেন। পুলিশ জানায়, গত ১৮জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল হককে রক্তাক্ত করে তার কাছে থাকা সরকারী চায়না ৭.৬২ এমএম পিস্তলটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে ষাড়াষি অভিযানের এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলমমের নেতৃত্বে একটি টিম ছিনিয়ে নেয়া পিস্তলটি গুলিসহ উদ্ধার করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, কোটা আন্দোলনের নামে ১৮জুলাই সৈয়দপুরে পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ, তিনটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় অন্তত ২৫জন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে এবং সরকারী স্থাপনা রক্ষায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ করে।
সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন, সরকারী কাজে বাঁধাদানের অভিযোগ এনে তিনটি মামলা করা হয় সৈয়দপুর থানায়।
পুলিশ সুপার মোকবুল হোসেন জানান, ঘটনার দিন রংপুর আরআরএফ এর উপ-সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল হক দায়িত্ব পালন করছিলেন। তাকে আক্রমণ করে ছয় রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
অভিযানের এক পর্যায়ে শুক্রবার রাতে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। সহিংসতার ঘটনায় তিনটি মামলায় এখন পর্যন্ত ৫৪জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, ছাত্ররা এ ঘটনার সাথে জড়িত ছিলো না। বিএনপি-জামাতের কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে