কোটা আন্দোলন বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, 'আন্দোলনটা কোটায় নাই। সেটা কোনদিকে গেছে সবাই দেখেছে। ইংরেজিতে আন্দোলনের ভাষা কেন? টোটাল সাটডাউন, কমপ্লিট সাটডাউন নামে কর্মসূচি দেওয়া হয়েছে। তার মানে বুঝতে হবে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে।'
এ নিয়ে আমাদের (সরকারের) ট্যাকনিক্যাল ভুল থাকতে পারে। তবে কোনো অন্যায় করিনি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সরকারের পড়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। আমরা বেশ মজবুতভাবেই আছি। তবে আমরা আগে দেখতাম বিএনপি তিনবেলা সরকার পতন করতো। এখন এক বেলা সরকার পতনের কথা বলে।'
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নায়ার কবির জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী প্রমুখ।