ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: আসাদুজ্জামান নূর
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৮-০১ ০৭:৪২:৫২

‘সবুজ নীলফামারী গড়তে’ নীলফামারী পৌরসভার উদ্যোগে পৌরসভার নয়টি ওয়ার্ডে দশ হাজার গাছের চারা রোপণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে শহরের বড় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।  

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মোকবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। কারণ এই গাছেই আমাদের অক্সিজেন দেয় আর কার্বণডাই অক্সাইড গ্রহন করে থাকেন। এছাড়াও ফুল ও ফল দেয়, বনজও গাছ জ্বালানী কাঠসহ প্রচুর অর্থ দেয়। তিনি বলেন,  শুধু গাছ লাগালেই চলবে না, এগুলোর পরিচর্যা করতে হবে। তাহলে পরিবেশবান্ধব একটি দেশ পাবো।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসুচিতে জোড় দিয়েছেন এজন্য প্রত্যেককে বৃক্ষরোপণ কর্মসুচিতে এগিয়ে আসতে হবে। কমপক্ষে একটি হলেও বাড়ীর আশেপাশে গাছ লাগানোর আহব্বান জানান তিনি।

সুত্র জানায়, পৌর শহরের শুধু বড় মাঠ এলাকায় নয়। শহরের বিভিন্ন এলাকায় দশ হাজার গাছের চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে। কর্মসুচির অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার পক্ষ্য থেকে গাছের চারা বিতরণ করা হবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, বড় মাঠকে সাজাতে পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ শুরু হয়েছে। এছাড়াও, পৌর এলাকার নয়টি ওয়ার্ডে গাছের চারা রোপণ করা হবে। তিনি আরও বলেন, সবুজ নীলফামারী গড়তে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত