ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
জমিজমা নিয়ে দ্বন্দ্বে এক নারীর হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা
  • পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-০৭-৩১ ১০:১১:১৯

রাজশাহীর  পুঠিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রেশমা বেগম (৩৫) নামের এক নারীকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে তার প্রতিপক্ষরা।

 এছাড়াও উক্ত ঘটনায় রেশমার ননদ আম্বিয়া বেগম আহত হন। গুরুতর আহত রেশমা বেগম উপজেলার সদর ইউনিয় নের কান্দ্রা জেকেরের মোড় এলাকার রইস উদ্দিনের স্ত্রী।
গত শনিবার উক্ত গ্রামের রইস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে মারপিটে ঘটনাটি ঘটায় প্রতিবেশী আশরাফ আলীর ও তার সহযোগিরা

ভুক্তভোগী নারী রেশমা বেগম বর্তমানে গুরুতর অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎ সাধীন রয়েছেন ও তার ননদ আম্বিয়া বেগম প্রাথমিক চিকি ৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভুক্তভোগী রেশমা বেগম বলেন, আমার শশুর ইনছার আলী মারা যাওয়ার পর আমার স্বামী রইস উদ্দিন পৌত্রিক ভাবে আমাদের ৪ শতক ভিটা জমির মধ্যে সাড়ে ৩শতক জমির মালিক হন। এছাড়াও বাঁকি অর্ধেক শতকে মালিক আমার ফুফু শাশুড়ি হাজেরা বেগম। সে অর্ধেক শতকের মালিক হয়েও ১শতক বিক্রয় করে আমাদের প্রতিবেশী আশরাফ আলীর কাছে।

তিনি জমিটি ক্রয় করার পর খারিজও করেন। এ নিয়ে গত ৪ বছর ধরে আশরাফ আলীর সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। পরে আমরা পুঠিয়া সহকারী কমিশ নার (ভূমি) কাছে খারিজ বাতিলের আবেদন করি।

চলতি বছরের ২৬ জুন তারিখে সহকারী কমিশনার খারিজ টি বাতিল করে আমাদের পক্ষে রায় দেন। এই রায়ের পর থেকে আশরাফ আলী ক্ষুব্দ হয়ে বিভিন্ন সময় ভয়ভিতি প্রদন র্শন করে আসছিলো।

গত শনিবার সকালে আমর স্বামী বাড়িতে ছিলো না। আমি ও আমার ননদ বাড়িতে কাজ করছিলাম।এসময় আশরাফ আলী ও তার সহযোগী ইনছার ও মিয়াজি সহ ৬ থেকে ৭ জন লাঠিসোঠা, হাসুয়া, রড় ও পাইপ নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমাকে একা পেয়ে মারধোর শুরু করে।

তাদের মারধোরে আমার ডান পা ও ডান হাত ভেঙ্গে যায়। আমাকে মার ধোর করার সময় আমার ননদ এগিয়ে এলে তারা তাকেও মারা ধোর করে।
এসময় আমাদের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা আমা দের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টিনিশ্চিত করে জানান, মারধোরে বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত