ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ১৩ শিক্ষার্থীকে আটক
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৭-৩১ ১০:০৮:২০

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ১৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ( ৩১ জুলাই দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে তাদের আটক করে ডিবি এবং কোতয়ালী থানা পুলিশ। 

বৈষম্য  রিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসুচীর অনুযায়ী দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজ সহ কয়েকটি কলেজের  ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়।তারা প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনের প্রাক্কালে পুলিশ তাদের ঘিরে ফেলে। এসময় কয়েকজন ছাত্রী গ্রেফতার এডানোর আতংকে দৌঁড় দিলেও তাদের ধাওয়া করে আটক করে পুলিশ। এ সময় ১০ শিক্ষার্থী এবং পরে আরো ৩ জন শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ফরিদ হোসেন ১৩ শিক্ষার্থী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুজিবুর,লিয়াকত,সোহেল,খোকন,বাবুল সহ বেশ ক'জন জানান, ' অমানবিক ভাবে পুলিশ শিক্ষার্থীদের আটক করলো। এদেশে কথা বলা বা অন্যায়ের প্রতিবাদ করা যাবে না,তার প্রমাণ আজকের ঘটনা। সাধারণ শিক্ষার্থীরা সুশৃঙ্খলার সাথে শহীদ মিনারের সামনে সমবেত হয়েছে। কিন্তু, তারা দাঁড়াতে না দাঁড়াতে পুলিশ,ডিবি পুলিশ ঘেরাও করে ধরে নিয়ে গেল!  আশ্চর্য।  মানুষের কি কোন অধিকার নেই এদেশে! কয়েকজন নারী শিক্ষার্থীকে ধাওয়া করে ধরে বেশ পিটুনি দিয়েছে। আজব এ দেশ! '
 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত