ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
‘ছুরি ঠেকিয়ে বলে তোর বাবাকে আজ মেরে ফেলবো’
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-০৭-৩১ ০৪:৫৭:৩০

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামে জমির আইল কাটা নিয়ে বিরোধে হায়দার আলীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে ধুকুড়িয়া গ্রামের মল্লিক পাড়ায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হায়দার আলী তার নিজ জমিতে হালচাষ করতে গেলে অভিযুক্ত হাফিজুল, এমদাদুল, চাঁদ আলী, মাসুদ গং সহ তাকে মারপিট করে। 

ভুক্তভোগীর মেয়ে খাদিজা বেগম বলেন, সোমবার  রাত ১ টার দিকে আমার বাবার বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে আমার ঘরে ১০ থেকে ১২ জন লোক প্রবেশ করে। আমাকে ও আমার ছোট বোন তানজিলার গলায় ছুরি ঠেকিয়ে বলে তোর বাবাকে আজ মেরে ফেলবো।

বাবাকে না পেয়ে আমার ঘরের আসবাবপত্র মেজেতে ফেলে দেয়,   টাং ভেঙ্গে আমার স্বামীর সিএনজি বিক্রি করার সাড়ে ৩ লক্ষ  টাকা,ছোট বোনের বিয়ের  সাড়ে তিন বড়ি সোনা গয়না সহ আমার বাবার নগদ ২ লক্ষ  ১০ হাজার টাকা  নিয়ে যায় হাফিজুল, এমদাদুল, চাঁদ আলী, মাসুদ, জালাল সহ অন্যান্যরা । পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও স্থানীয় মেম্বার পরিদর্শন করে আমাদের থানায় যেতে বলেন। আমরা এর ন্যায় বিচার  চাই।

খাদিজার পিতা হায়দার আলী বলেন, গত শনিবার আমি আমার নিজ জমির হালচাষের কাজ করছি।এসময়  অভিযুক্তরা এসে আমাকে উপর্যুপরিভাবে আঘাত করে এবং বেধম ভাবে  মারপিট শুরু করে তখন স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করেন।এ ঘটনার প্রতিশোধ  নিতে আমাকে হত্যার উদ্দেশ্যে অভিযুক্তরা আমার বাড়িতে হামলা ও লুটপাট চালায়।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজার সঙ্গে  মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সকালে আমাকে ফোনের মাধ্যমে ঘটনাটি জানানো  হয়েছে।

সদর থানার ওসি সিরাজুল ইসলামের নিকট  এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি জানি না। আমাদের নলেজে আসে নাই।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত