ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বন সংরক্ষণ ও বন ভ্রমণ সংক্রান্ত কর্মশালা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৭-৩০ ০৫:৫৮:০৪

নীলফামারীতে ‘বন সংরক্ষণ ও বন সংক্রান্ত ভ্রমণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শীর্ষক প্রকল্পের কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। 

এতে প্রকল্পের মুল বিষয় বস্তু উপস্থাপন করেন সহকারী বন সংরক্ষক রশিদ আরিফ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম। 

সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ডোমার বনবিভাগ, গোসাইগঞ্জ বনবিভাগ এবং খারিজা গোলনায় ইকো পার্ক করার জন্য মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। 

ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মতামত নেয়া হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে অনুমোদন হলে প্রকল্পের কাজ শুরু হবে। সরকারী বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী