ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রায়গঞ্জে পাক্ষিক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-০৭-৩০ ০৫:৫৪:৫৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের পাক্ষিক সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এ পাক্ষিক সভা ও প্রশিক্ষণ আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপপরিচালক
বাবলু কুমার সূত্রধর।

এসময় রোপা আমন রোপন অগ্রগতি জাত ভিত্তিক,ব্লক ভিত্তিক খামারী এপিপিএস লক্ষ্য মাত্রা অর্জন ভিত্তিক আলোচনা ও ব্যবহার নিশ্চিত করা, রাসায়নিক সারের বরাদ্দ, উত্তোলন, মজুদ ও বাজার মনিটরিং, আউশ ও অন্যান্য মাঠের ফসলের রোগ পোকা আক্রমণ ও দমন ব্যবস্থাপনা, গ্রীষ্ম কালীন পেয়াজ প্রনোদনা নিয়ে আলোচনা করেন উপ পরিচালক বাবলু কুমার সূত্রধর।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্যালয়ে অতিরিক্ত উপপরিচালক (শস্য) মশকর আলী,উপজেলা সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সামুরা আফসানা হক মৌনী সহ
কৃষি বিভাগের কর্মরত উপ-সহকারী কৃষি অফিসারগণ
উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী