ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে এক যুবকের লাশ উদ্ধার
  • পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
  • ২০২৪-০৭-৩০ ০৫:৫২:৪১

দিনাজপুরের পার্বতীপুরে মশিউর রহমান(৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রাস্তার নিকটবর্তী একটি পতিত জমি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মশিউর বড় চন্ডিপুর চৈতাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানা পুলিশ জানায়, পতিত একটি জমিতে নিহত মশিউরকে উপর হয়ে পড়ে ছিল। সে সময় তার পরনে ছিল পেন্ড ও গেঞ্জি। গ্রামবাসী পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়। তাকে উদ্ধারের সময় তার প্যান্টের পকেটে একটি এন্ড্রোয়েড মোবাইল সেট পাওয়া যায়। মানি ব্যাগে বেশ কিছু টাকা ছিল। এছাড়াও কয়েকশ টাকা ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় পাওয়া যায়। তার ব্যবহ্যত এটি মোটর সাইকেল ৫শ গজ দুরে স্ট্যান্ড করা অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারন এখনও পাওয়া যায়নি।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, নিহতের ময়না তদন্ত রিপোর্ট ও ব্যবহ্যত মোবাইল সেটের কল লিস্ট চেক করার পরই তার মৃত্যুর সঠিক কারন বলা যাবে।

এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী