ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মর্গে পড়ে আছে অজ্ঞাত নারীর মরদেহ
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৭-২৭ ০৭:৫১:৪৮

দিনাজপুরের বীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারী (৬৫) পরিচয় না পাওয়ায় কয়েকদিন ধরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে বেওয়ারিশ লাশ হিসাবে পড়ে আছে ।

 আজ শনিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশের উপ পরিদর্শক ( এস আই)  মিজানুর রহমান বেওয়ারিশ নারীর লাশের তথ্য দিয়ে নিশ্চিত করেছেন ।

তিনি বলেন , গত ১৯ জুলাই  ভোরে জেলার বীরগঞ্জ উপজেলাধীন  ২৮ মাইল নামক স্থানে  পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা চালকের গাড়ীতে দুর্ঘটনা কবলিত আহত হয়ে পড়ে থাকে । পরে  স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে  তাহার অবস্থা আশস্কা জনক হওয়ায়  উন্নত চিকিৎসা জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়  । চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই তারিখে বিকাল সাড়ে ৬ টার দিকে মৃত্যু বরন করেন ।  

নিহত নারীর পরিচয় বা নিকট আত্মীয় স্বজন না থাকায় কয়েকদিন ধরে অজ্ঞাত নারী লাশ মর্গে পড়ে আছে । বেওয়ারিশ  নারী লাশের গায়ের রং শ্যামলা । উচ্চতা ৫ ফুট ১ ইঞ্জি । গায়ের গঠন পাতলা ( চিকন)  । মাথার চুল আনুমানিক ৫ ইঞ্জি ( কাচা পাকা) মুখমন্ডলের থুতুনিতে আনুমানিক ৫ ইঞ্জি পুরাতন লম্বা কাটা দাগ আছে । 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী