ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল বানালো ভারত
  • ডেস্ক রিপোর্ট
  • ২০২০-০৯-১৬ ০৯:২৩:৪৬

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নামে পাহাড়ি রাজ্য হিমাচলে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় হাইওয়ে টানেল। সমতল থেকে ১০ হাজার মিটার উচ্চতায় নির্মিত ৯ দশমিক শূন্য ২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটিতে রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা। দীর্ঘ এই কর্মযজ্ঞ নির্মাণে সময় লেগেছে ১০ বছর। বিশেষজ্ঞরা বলছেন, হিমাচল প্রদেশের চালু হওয়া এই টানেলের মাধ্যমে মানালি থেকে লেহ যেতে সময় বাঁচবে অন্তত ৪ ঘণ্টা।

নিরাপত্তা নিশ্চিতে টানেলের মধ্যে প্রতি ৬০ মিটার পরপর বসানো রয়েছে সিসি ক্যামেরা। রয়েছে সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার পথও। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও।

অটল টানেলের প্রকল্প পরিচালক কর্নেল পারীক্ষী মেহরা বলেন, এটি নির্মাণে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। বায়ু চলাচলের জন্য স্লাব বসানোর পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। কিছু সুবিধা রয়েছে যা বিশ্ব আগে দেখেনি। জানান, প্রকল্পের মেয়াদ ৬ বছর থাকলেও নানা সংকটের কারণে শেষ করতে সময় লেগেছে ১০ বছর।

এই প্রকল্প অনেকটা স্বপ্ন পূরণের মতো মনে হচ্ছে প্রধান প্রকৌশলী কেপি পুরুষোথমনের কাছে। তিনি বলেন, এই টানেল চালুর মাধ্যমে মানালি থেকে লেহ যেতে ৪৬ কিলোমিটার পথ কমবে। সময় বাঁচবে অন্তত ৪ ঘণ্টা। কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ ঠাণ্ডার সময় তুষারপাতের কারণে কাজই করা যায়নি।

১৯৯৯ সালে তৎকালিন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি সর্বপ্রথম এই টানেল নির্মাণের ধারণাটি প্রস্তাব করেছিলেন। তার নামেই নামকরণ করা হয়েছে এই হাইওয়ে টানেলটির।

  ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ
ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের