ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
ভারত থেকে আসার খবরে কিছুটা কমলো পেঁয়াজের ঝাঁঝ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৬ ০৯:২২:৩৪

ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশের বাজারে নৈরাজ্য সৃষ্টি হয় পেঁয়াজ নিয়ে। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমেছে ঝাঁঝ। রাজধানীর কাচাবাজার ঘুরে দেখা যায়, দেশে উৎপাদিত হাইব্রিড পেঁয়াজ ৯৫ আর আমাদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে। পাইকারিতে দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে।

বাংলাদেশ-ভারত সীমান্তে পারাপারের অপেক্ষায় পেঁয়াজ বোঝাই পাঁচ শতাধিক ট্রাক। ঋণপত্র থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে এ সব চালানের।

বলা হচ্ছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলে যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে এ সব ট্রাক। আর এ খবর কিছুটা হলেও লাগাম টেনেছে পেঁয়াজের দামে। বাজারে কমেছে ক্রেতা উপস্থিতিও।

এদিকে, গত রোববার এলসি করা যে পেঁয়াজ ভারত থেকে দেশে আসার কথা ছিলো তা ছাড় হতে পারে এ সংবাদে হিলি বন্দরে কেজিতে দাম কমেছে ১০ টাকা।

সীমান্তের ওপারে পেঁয়াজ নিয়ে দেশে আসার অপেক্ষায় আছে ৫ শতাধিক ট্রাক। সরবরাহ স্বাভাবিক হলে দাম হাতের নাগালে চলে আসবে বলে মত ব্যবসায়ীদের।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ