ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
  • ভোলা জেলা সংবাদদাতা:
  • ২০২৪-০৭-১৪ ০৯:২২:৩৭

ভোলা জেলার  বোরহানউদ্দিন থানার নবাগত ওসি'র নেতৃত্বে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ মো: আওলাদ হো‌সেন ওরু‌ফে আলাউ‌দ্দিন (৩৫) না‌মক এক যুবককে  ৯ হাজার ৮শত পিচ ইয়াবাসহ আটক ক‌রে‌ছেন বোরহানউদ্দিন থানা পু‌লিশের একটি টিম। আটককৃত আলাউ‌দ্দিন ভোলার লাল‌মোহন উপ‌জেলার কালমা ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের চরলক্ষ্মী গ্রা‌মের বলে জানা গেছে।

রোববার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার নবাগত ওসি মো. জাব্বারুল ইসলাম এর নেতৃত্বে বিপুল প‌রিমাণ ইয়াবাসহ মো: আওলাদ হো‌সেন ওরু‌ফে আলাউ‌দ্দিন (৩৫) না‌মে একজন‌কে আটক ক‌রে‌ছেন বোরহানউদ্দিন থানা পু‌লিশের একটি টিম।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ বলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে উপ‌জেলার হা‌কিমউ‌দ্দিন চৌরাস্ত এলাকা থে‌কে বোরহানউদ্দিন থানা পুলিশের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে লঞ্চ থে‌কে নে‌মে অটো‌রিক্সায় ক‌রে আসা আওলাদ হো‌সেন ওরু‌ফে আলাউ‌দ্দিনকে তল্লাশী চা‌লি‌য়ে তার কাছ থে‌কে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আটকৃত‌কে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে দায় স্বীকার ক‌রেছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী