ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরের বেলান নদীতে নিখোঁজ দিনমজুরের লাশ উদ্ধার
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৭-১৪ ০৭:৩২:০২

প্রায় ২২ ঘন্টা পর দিনাজপুরের খানসামা বেলান নদী সাঁতরে পারাপারের সময় নিখোঁজ জয়ন্ত রায় (২৫) নামে দিনমজুরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে বঙ্গেশ্বর রায় বঙ্গ(৩৫) কে লাশ উদ্ধার করে ডুবুরি দল। আজ রোববার দুপুরে বেলন নদী হতে উদ্ধার করা দুই শ্রমিকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয় । 

গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে বেলাল নদী সাতরে পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫) এর লাশ ও রবিবার (১৪ জুলাই) দুপুরে ঐ এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫) এর লাশ উদ্ধার করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহকার্যের জন্য পরিবার প্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, কৃষি শ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাতরে নদী পারাপার হয়ে কাজ করে অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান এই দুই ব্যক্তি।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরী টিমের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও রবিবার দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে।

ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া নিহত ব্যক্তি বঙ্ক রায়ের দাহকার্য সম্পন্ন হয়েছে এবং রবিবার দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী