ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু:
  • ২০২৪-০৭-১৪ ০৭:৩০:৩৭

পটুয়াখালীর বাউফলে জমি চাষাবাদ নিয়ে বিরোধের জেরে পাইপ ও হাতুড়ি পিটুনিতে  একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের এগ্রিমেন্ট(সাব-কবলা) জমি নিয়ে এই ঘটনা ঘটে।

 জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই বিরোধী জমি চাষাবাদে যায় হারুন সিকদার, কবির শিকদার এবং ফারুক শিকদার গং এই খবর শুনে ওই জমিতে বাধা দেওয়ার জন্য এগিয়ে যান পরেশ বিশ্বাস এবং স্ত্রী পরিবার গং এই দুই পক্ষের কথার কাটাকাটি তে এক পর্যায়ে সংঘাত হয়। এই সংঘাতে হারুন সিকদার(৪০) কবির সিকদার(৪৫) এবং ফারুক শিকদার(৪৮) গং এর পাইপ এবং হাতুড়ি পিটুনিতে গুরুতর আহত হয় পরেশ বিশ্বাস(৩৫)। 

গুরুতর আহত অবস্থায় পরবর্তীতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে পটুয়াখালী সদর হসপিটালে এবং তাকে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে এই পরেশ বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ১৩ই জুলাই বিকাল ৫:২০ মিনিটে মৃত্যু হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে।   

এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ, শোনিত কুমার গায়েন গণমাধ্যমকে জানিয়েছেন থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত আসামী গ্রেফতারের অভিযান চলছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী