ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুর প্রেসক্লাব কর্তৃক উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
  • পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি:
  • ২০২৪-০৭-১৪ ০৬:৪১:০৯

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের  সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য  হাফিজুল ইসলাম প্রামানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার  দুপুরে পার্বতীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের নিজস্ব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

এ সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন, দুই নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও সুলতানা নাসরিন (মহিলা), পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং সংবর্ধিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, এবারের নির্বাচনে পার্বতীপুর উপজেলায় ১০১ টি ভোট কেন্দ্রের মধ্যে প্রত্যেকটিতেই তিনি প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয় এবং ভোটের ব্যবধানও ছিলো বিশাল। যা সারা দেশের মধ্যেই একটি বিরল ঘটনা। তিনি বলেন, জনগণ ভোট দেওয়ায় আমি বিজয়ী হয়েছি, এজন্য জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখন মানুষ যা প্রত্যাশা করবে সেটিই হবে আমার কাজ। আগামী দিনে আমি যাতে সবার সাথে একসঙ্গে পথ চলতে পারি ও সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেই আশা রাখছি।’

সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক  ও পৌর মেয়র আমজাদ হোসেন, সদস্য মুসলিমুর রহমান প্রমুখ। সবশেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যানকে  প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী