ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে তিন হাজার গাছের চারা রোপণ
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৭-১৪ ০৬:৩৪:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নীলফামারীতে তিন হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। 

রোববার দুপুরে দারোয়ানী-খানসামা রোডে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। 

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জেসমিন নাহার, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসু সরকার মাসুদ উপস্থিত ছিলেন। 

জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক বলেন, জেলার বিভিন্ন সড়কে তিন হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। এসবের মধ্যে ফলজ, বনজ ও ঔষধী। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত