ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মফস্বলের হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে: স্বাস্থ্য মন্ত্রী
  • সুলতান মাহমুদ চৌধুরী
  • ২০২৪-০৭-১৩ ০৮:৩২:৫৭

মফস্বল এলাকার হাসপাতালগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে উল্লেখ করে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রী ডা.সামন্ত লাল সেন বলেন, গ্রাম পর্যায়ে হাসপাতাল বা ক্লিনিকগুলিতে পর্যপ্ত পরিমানে চিকিৎসকদের  আবাসস্থল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেই চিকিৎসকদের  গ্রামাঞ্চলে আসতে বাধ্য করা হবে ।

আজ  শনিবার  (১৩ জুলাই) দুপুরে জেলার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । 

মন্ত্রী আরোও বলেন , অধিকাংশ জায়গায় নারীদেরকে  কাজ করে তাদের নিরাপত্তা প্রয়োজন , ভালো বাসস্থান প্রয়োজন। আমি যদি চিকিৎসকদের বাসস্থান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি। তাহলে তারা মফস্বল শহরে আসতেই হবে । আমি নারী ও পুরুষ চিকিৎসকদের  আসতে বাধ্য করব।  

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশের সব জায়গায়  চিকিৎসার  সংকট আছে। হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট কাটানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ সংকট কাটানোর জন্য আরও নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার  প্রক্রিয়া চলছে। আশা করি সংকট কাটিয়ে উঠতে পারব।  

তিনি আরও বলেন, আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি আমার একটি আইডিয়া  হচ্ছে কোথায় কি প্রয়োজন। তারপরে ঢাকায়  গিয়ে আমি সেটি সমাধান করার চেষ্টা করব। কমিউনিটি ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমি এটার ওপর জোর দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি যদি কমিউনিটি ক্লিনিককে স্বাবলম্বী করতে পারি তাহলে উপজেলা, জেলা সব জায়গায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
  
পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকারিয়া জাকা , দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, , উপজেলা পরিষদের চেয়ার আবু হুসাইন বিপু , উপজেলা নিবাহী অফিসার ফজলে এলাহী, বীরগঞ্জ ওসি মজিবুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে খানসামার পাকের হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রী ডা.সামন্ত লাল সেন । 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত