ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে নদীতে ডুবে নিখোঁজ ২
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৭-১৩ ০৮:২৬:৫৬

দিনাজপুরর খানসামার বেলান নদী সাতরে পারাপারের সময় পানিতে ডুবে ২ দিনমজুর নিখোঁজ। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড়ে বেলান নদীতে নির্মাণাধীন রাবারড্যামের পাশ দিয়ে পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ২ জন হলেন ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে বঙ্কিম রায় (৩৫) ও একই এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত কুমার রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাতরে নদী পারাপার হয়ে দিনমজুরের কাজ করে যায় অনেকে। এদিন দুপুরে মজুরির ভিত্তিতে আমন রোপণের ধানের চারা নিয়ে নদী সাতরিয়ে পার হওয়ার সময়  নিখোঁজ হয় দুই শ্রমিক । 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও রাবার ড্যামের বেলুন ফুলানোর কারণে এই স্থানে পানি বৃদ্ধি পায়। পানির এই গভীরতা না বুঝেই তাঁরা দুজন নদী পার হতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, এখন পর্যন্ত নিখোঁজ দুজনকে উদ্ধার করা যায়নি। নদীতে পানির স্রোত বেশী হওয়ায় উদ্ধারকাজের জন্য ডুবুরী টিমের সহযোগিতা নেওয়া হচ্ছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী