ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আইটি সেক্টরে আরও ১০ লাখ তরুণের কর্মসংস্থান হবে: পলক
  • পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • ২০২৪-০৭-১৩ ০৭:৫৬:১৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইটি সেক্টরে ৫ বিলিয়ন ডলারের বেশি রফতানি আয় নিশ্চিত করতে আগামী ৫ বছরে আইটি সেক্টরে নতুন করে আরও ১০ লাখ তরুণতরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আজ শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের জন্য নির্ধারিতস্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন,  আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে আইটি সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

 তিনি আরও বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জে.এস জাফরুল্লাহ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মদন মোহন রায়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অধিগ্রহনকৃত তিন একর জমিতে ৫৯ কোটি ৬৭ লক্ষ ৭০ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে সাত তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে। আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত