২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ড. রুহুল আবিদ এবং তার প্রতিষ্ঠান হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল-হায়েফা। তিনি ছাড়াও এবার মনোনয়ন তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২১১ জন।
ঢাকা মেডিকেলের ছাত্র ড. আবিদ পড়াশুনা করেছেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড মেডিকেল স্কুলে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর ড. আবিদ তৈরি পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে হায়েফা প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
গেলো ৩ বছরে এই প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে জরায়ূ ক্যান্সার স্ক্রিনিংসহ নানা সেবা নিয়েছেন প্রায় ৩০ হাজার পোশাক শ্রমিক। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ড. আবিদের প্রতিষ্ঠান।