ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ২০২৪-০৭-১০ ০৮:২৭:০২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ৮ম প্যাকেজের আওতায় হরতকিতলা মোড় হতে বালিগ্রাম ডা. বকুল এর বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা ও ড্রেন নির্মান,বালিগ্রাম নতুন পাড়া রাস্তা আলাউদ্দীনের বাড়ি হতে মুক্তিযোদ্ধা ওসমান আলীর বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা নির্মান, শংকরবাটি মোল্লা পাড়া জামে মসজিদ হতে বরজাহানের বাড়ী পর্যন্ত ইউনিক ব্লক রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান, শংকরবাটি মানব সম্পদ উন্নয়ন অফিস হতে অবঃ সৈনিক মো. গোলাম মোস্তাফার বাড়ী পর্যন্ত ডিবিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। 

প্যানেল মেয়র ১ মো. সালহে উদ্দিন এর সভাপতিত্বে  বুধবার  (১০ জুলাই)  সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন।

জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কারিমা বানু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। 

টাউন প্ল্যানার ইমরান হোসেন এর সঞ্চালনায়  স্বাগতম বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে মেয়র বলেন, পৌরসভার উন্নয়ন কাজ শুরু হয়েছে এর ধারা অব্যহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলার আশা ব্যক্ত করেন তিনি। চলমান কাজে যেন বাধা না আসে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী