ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ
  • দিনাজপুর প্রতিনিধি
  • ২০২৪-০৭-১০ ০৮:১৯:৫৭

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপুত্র পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। আজ বুধবার (১০ জুলাই) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ রেখে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিলে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা বিক্ষোভ মিছিলে স্লোগানের স্লোগানের মুখরিত করে ওঠে এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মাইকের স্লোগান দেয় বঙ্গবন্ধুর বাংলায় কোটা পদ্ধতি থাকবে না, মেধা না কোটা, মেধা মেধা।

 এতে করে দিনাজপুর টু দশ মাইল মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

 প্রায় এক ঘন্টা ৩০ মিনিট বিক্ষোভ মিছিল ও রাস্তা বোধ শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় আবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার  আন্দোলনের সমন্বয়ক সুজন রানা

এ সময় বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীর পক্ষে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীর সুজন রানা, কৃষি  প্রকৌশলী ১৮ ব্যাচের শিক্ষার্থী সোহাদুজ্জামান সোয়াদ, ইংরেজি ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ ফাইজ, ২১ ব্যাচের শিক্ষার্থী মিলন, কৃষি ১৭ ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান মিলন বক্তব্য রাখেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী