কক্সবাজারে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লক সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজিম উদ্দিন (৪৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের সীমানার আনুমানিক ৩০০ মিটার দূরের পশ্চিমের পাহাড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।
“ নিহতের ডান হাত-পা ও অন্ডকোষ শরীর থেকে বিচ্ছিন্ন । পুরো শরীর থেকে চামড়া খসে যাওয়ার পাশাপাশি মাথার ভিতরের সবটুকু বের হয়ে খুলিটা অবশিষ্ট রয়েছে। লাশটি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, অন্তত ৮/১০ দিন আগে তাকে হত্যা করে দূর্বৃত্তরা লাশটি জঙ্গলে ফেলে রেখে যায়। “
ওসি বলেন, “ লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া শুরু করে। পরে রাতে এক পর্যায়ে সাহুদা খাতুন নামের রোহিঙ্গা এক নারী মৃতের কোমরে থাকা রশি এবং লাশের পাশে থাকা জামা-কাপড় দেখে তার স্বামী বলে পরিচয় শনাক্ত করেন। “
কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।