গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইন্টার্ন চিকিৎসক মো.মিজানুর রহমানকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। মিজান একই কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।
এঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৯ জুলাই) মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন পালন করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল একজন বিখ্যাত ব্যক্তির নামে প্রতিষ্ঠিত। এই হাসপাতালের আমাদের গর্বের জায়গা। তবে সম্প্রতি গণমাধ্যমে একের পর এক দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচারের পর থেকে আমরা উদ্বিগ্ন।
এসব বিষয়ে কথা বলায় একটি কুচক্রী মোহল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসময় শিক্ষার্থীরা অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় সুযোগ সুবিধা কম, পূর্ণাঙ্গ ক্যাম্পাস না থাকায় ভোগান্তির কথা জানান।
এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করেন,ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অগ্রিম যন্ত্রপাতি কিনেছেন। পরবর্তীতে এসব যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহারও করা হচ্ছে না। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ দিয়েছেন,সেটা অনেকাংশেই স্বার্থান্বেষীদের কবলে পড়েছে। পরে হাসপাতালের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ। মানববন্ধনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোরালো তদন্তের দাবি জানানো হয়। এ বিষয়ে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।