ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-০৭-০৯ ০৭:৪৭:৪৭

কামারখন্দ উপজেলা চত্তরে সমাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে  বয়স্ক,বিধবা, প্রতিবন্ধি ও অন্যান্য ভাতা  বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিতরণের  সময়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, আওয়ামীলীগ সরকার দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের কোন মানুষই যেন জীবন জীবিকার জন্য কোন প্রকার সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তারই আলোকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা প্রদান করে চলেছে।

 তিনি আরও বলেন, ইতিপূর্বে অনলাইনে আবেদন করে যারা ভাতা কার্ড পায়নি তাদের ব্যাপারে প্রযোজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, আব্দুল মতিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সবুজ আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া,  মহিলা ভাইসচেয়ারম্যান উম্মে নূর পিয়ারা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাজ সেবা কর্মকর্তা জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দের মধ্য হতে বয়স্ক ভাতা ১০৮ টি, বিধবা ৮০টি, প্রতিবন্ধি ভাতা ৩৭৯টি কার্ড বিতরণ করা হয়। তিনি আরও জানান, গত ২ বছরে শতভাগ ভাতা সিরাজগঞ্জে প্রতিটি উপজেলায় বিতরণ করা হলেও কামারখন্দে এই সুযোগ থেকে বঞ্চিত হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী