নাগেশ্বরী উপজেলার বন্যাদুর্গত ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করা হয়।
নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ইউনিসেফের অর্থায়নে গত শুক্রবার থেকে নাগেশ্বরীর নুনখাওয়া, কালীগঞ্জ, নারায়ণপুর ও বল্লভেরখাস ইউনিয়নের চরাঞ্চল ও নিন্মাঞ্চলের বন্যাদুর্গত ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে দুটি ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও ৫০টি পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেন ইউনিসেফের প্রতিনিধি এবং নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর। বন্যার্ত ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান প্রতি পরিবার কে দুটি হিসেবে ৩হাজার ২শত ১০টি জেরিকান এবং প্রতি পরিবার কে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ৫০টি হিসেবে ৮০হাজার ২শত ৫০টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর বলেন, বন্যার্তদের জনস্বাস্থ্য মোকাবেলায় ৪টি ইউনিয়নের ১হাজার ৬শত ৫জন পরিবারের মাঝে ১০লিটারের প্লাস্টিকের জেরিকান ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান।