সিরাজগঞ্জে তীবপ্রদাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাবার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের মুজিব সড়ক রোডস্থ (চৌরাস্তা) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যালয় সন্মুখ হতে ২০০ পিস ছাতা, ২০০ পিস ক্যাপ ও ১ লিটারের ২০০০ পিস বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ করা হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা কামাল খান, সাবেক মানেজিং বোর্ড মেম্বার, বিডিআরসিএস এবং সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সুযোগ্য সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান,আজীবন সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মো. রবিউল আলম, কর্মকর্তা আলহাজ্ব মো. তাজুল ইসলাম তাজ সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।