ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুমিল্লা যাত্রিক নাট্যগোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • কুমিল্লা যাত্রিক নাট্যগোষ্ঠীর ৫০ বছরে পদার্পণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • ২০২৪-০৭-০৭ ০৬:২৮:৪২

কুমিল্লার যাত্রিক নাট্যগোষ্ঠীর দীর্ঘ পথ চলার পঞ্চাশ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সংগঠনটি। যাত্রিক নাট্যগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তীর এই বিশাল মহাযজ্ঞ বাস্তবায়নের জন্য কুমিল্লা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ সুধী মহলের কাছে যাত্রীক সভাপতি ও সাধারণ সম্পাদক ও সকল সদস্য একান্ত সহযোগিতা কামনা করেন। 

  শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে।  বাংলাদেশে যেসব জেলা গর্ব করার মতো সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে তার মধ্যে কুমিল্লা অগ্রগণ্য। বৃহত্তর কুমিল্লা যেমন একদিকে বিশ্বখ্যাত শাস্ত্রীয় সংগীতের গুরুদের জন্ম দিয়েছে অন্যদিকে সাংস্কৃতিক অন্যান্য ক্ষেত্রেও অনেক নামজাদা ব্যক্তিত্বের আবাসভূমি ছিল এই কুমিল্লা। নিরবচ্ছিন্ন চর্চার ফলে কুমিল্লা সাংস্কৃতিক অন্যতম পীঠস্থানে পরিণত হয়েছিল। 

তারই ধারাবাহিকতায় ২৩শে জুন ১৯৭৫ সালে ৯ জন নাট্য প্রেমীর হাত ধরে যাত্রা শুরু করে যাত্রীক নাট্যগোষ্ঠী। এরই মধ্যে  প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমান গেদু,,  শরিফুল আবেদীন হারুন, মোজাম্মেল হক, আহমেদ গোলাম মোস্তফা, নাজিম উদ্দিন আহমেদ খসরু, মঞ্জু চক্রবর্তী ও ইফতেখার আহমেদ শরীফ চলে গেছে না ফেরার দেশে। প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাসিম আপ্পু ও গিয়াস উদ্দিন আহমেদ এখনো ছায়া দিয়ে রেখেছেন যান্ত্রিক নাট্যগোষ্ঠীকে। 

 উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যাত্রীক নাট্যগোষ্ঠীর সভাপতি হাসান ইমাম মজুমদার, সাধারণ সম্পাদক প্রণব সাহা নান্টু প্রতিষ্ঠাতা সদস্য হাসেম আপ্পু,  গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, নাসির মিয়াজী বাবু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট নিয়ামতুল্লাহ কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, নির্বাহী সদস্য মোতাহের হোসেন মাহবুব, ওমর ফারুকী তাপস,  সাংবাদিক  খাইরুল ইসলাম মানিক,  অশোক বড়ুয়া সহ পেশাজীবী সাংবাদিক ও যাত্রীক নাট্যগোষ্ঠীর সকল কলাকৌশলী। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী