সিরাজগঞ্জের সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বন্যার্ত এলাকায় বিশুদ্ধ পানির জন্য ৫ টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আজ শনিবার সকালে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন করেন তিনি।
এ সময় ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি হয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হয়ে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ পানির অভাব।বন্যার্তরা কষ্টে জীবন- যাপন করছে। বিশুদ্ধ পানি অভাবে দেখা দিতে পারে পানিবাহিত রোগ। বন্যায় যাদের টিউবওয়েল তলিয়ে গেছে,খাবার পানি নেই,সেজন্য আমি উঁচু জায়গায় টিউবওয়েল স্থাপন করে দিচ্ছি। যাতে করে পানির জন্য বন্যার্তদের কষ্ট না হয়। এর মধ্যে দুখিয়াবাড়িতে ২ টি, নতুন সয়দাবাদ এলাকায় ২ টি, চর সয়দাবাদ ১ টি সহ মোট ৫ টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।