দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপুত্র পূর্ণবহালের দাবিতে ছাত্র সমাবেশ করেছে। আজ শনিবার বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ছাত্র সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে ঘন্টা ব্যাপী কয়েকশো ছাত্র ছাত্রী বিক্ষোভ সমাবেশ করে এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ সমাবেশের পর ছাত্রছাত্রীরা প্রধান ফটকের সামনে বসে বিক্ষোভ করে।
এ সময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে ব্যবস্থাপনা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থীর সুজন রানা বলেন, বৈষম্যমূলক কোটা একটি দেশের অভিশাপ স্বরূপ যেখানে মেধাবীরা মেধার ভিত্তিতে চাকরি হয় না আর যাদের মেধায় নেই তারা সেই জায়গায় বসে চাকরি করছে। এতে করে দেশের আগামী প্রজন্ম ধ্বংসের একটি হাতিয়ার হিসেবে কাজ করছে। তাই আমরা চাই মেধাবীরা মেধার ভিত্তিতে যোগ্য স্থানে অবস্থান করুক এটাই হচ্ছে আমাদের মূল দাবি।
ইংরেজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী মিলন বলেন, দেশ স্বাধীন হয়েছে বৈষম্যর ভিত্তিতে নয়, স্বাধীনতার এত বছর পরও কেন এই বৈষম্য বিরাজ করছে। যে দেশে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের ঘোষণা দেওয়ার পরও সেই কোটা প্রথা আদালতের কাঁধে ভর দিয়ে প্রচার করা হয়। সেই দেশে মেধার স্থান কোথায়। তাই আমরা চাই মেধার ভিত্তিতেই যোগ্য স্থানে যোগ্যরা বসুক। আগামী দিনে মেধাবীরাই হবে যোগ্য স্থানের যোগ্য উত্তরসূরী।
এছাড়াও আরো বক্তব্য রাখেন কৃষি প্রকৌশলী ১৮ ব্যাচের শিক্ষার্থী সোহাদুজ্জামান সোহাগ, ইংরেজি ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ ফাইদ, ইংরেজি ২১ ব্যাচের শিক্ষার্থী মিলন, কৃষি ১৭ ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান মিলন বক্তব্য রাখেন।