ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিএনপিতে এখন তারেক ভূত পেয়ে বসেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-০৭-০৫ ১০:১৮:২৫

বিএনপির মধ্যে এখন তারেক ভূত পেয়ে বসেছে। তারেক ভূতের কারণে বিএনপি নেতারা শঙ্কার মধ্যে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ শুক্রবার   বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে মর্যাদাশীল একটি রাষ্ট্রে পরিনত হয়েছে। জনগণের সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার গঠন করলেও বিএনপি-জামাত স্বপ্ন ভঙ্গ হয়েছে। নির্বাচনের পর ৮১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ৩২টি আন্তজার্তিক সংস্থা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। 

  বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই নীলফামারীসহ আটটি সংগঠনিক ইউনিটের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত হন। নেতা কর্মীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠান স্থল হয়ে উঠে উৎসব মুখর। 

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামীলীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও এ্যাডভোকেট সফুরা বেগম রুমি বক্তব্য দেন। 

সভাপতির বক্তব্যে শাহজাহান খান এমপি বলেন, বিএনপি জামাতের ঘরে ঘুন ধরেছে। তারা মাজা সোজা করে দাঁড়াতে পারছে না। হতাশা আর অস্থিরতায় সার্বক্ষণিক ভুগছে। অস্থিরতায় তারা শেষ হয়ে যাবে। 

সভায় আওয়ামীলীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও সাংগঠনিক উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদে দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণ সভায় অংশ নেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী