দিনাজপুর সদরের শংকরপুর চক পার্বতীপুরে পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসচালক নিহত হয়েছে। এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।
নিহত মাইক্রোবাস চালকের নাম জুয়েল মন্ডল (৩৯)। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের আন্তাস আলীর ছেলে। মাইক্রোবাসের আরো তিন জন যাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দিন গত রাত ১১: ৪৫ মিনিটে দিনাজপুর সদরের চক পার্বতীপুর (বুড়িতলা) হাইওয়ে রাস্তার উপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, দিনাজপুর হতে ফুলবাড়ীগামী একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো চ ১১- ৯৭৯৬ এবং ফুলবাড়ী হতে দিনাজপুর গামী একটি পিকআপ ভ্যান ঢাকা মেট্রো ন ১৯ ৫৮৮৯ দিনাজপুর সদরের শংকরপুর ইউনিয়নের চক পার্বতীপুর বুড়িতলা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এবং মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে অবস্থায় রাস্তার উপর স্টার্ট বন্ধ হয়ে যায়। পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের যাত্রী ও ড্রাইভার কে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক জুয়েল মন্ডল মারা যায়।
তিনি আরোও জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে বলে।