ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
‘নীলফামারী সদর উপজেলা হবে স্মার্ট উপজেলা’
  • নূর আলম:
  • ২০২৪-০৭-০৩ ০৭:২৯:৩৭

 শপথ নিয়ে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে রংপুর বিভাগীয় কমিশনারে কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন আবুজার রহমান। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এছাড়াও শপথ নেন নীলফামারী উপজেলা পরিষদে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জ্যোর্তিময় রায় খোকন ও দ্বিতীয় দফায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত চেয়ারম্যান আবুজার রহমান বলেন, নীলফামারীর মাটি ও মানুষের নেতা আসাদুজ্জামান নূর ভাই’র পৃষ্ঠপোষকতায় আমি সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।
 
বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী সদর উপজেলা পরিষদও কাজ করবে। পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা পরিষদে গিয়ে চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারেরমত দায়িত্বভার গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান। 

পরে উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের বরণ করে নেয় উপজেলা প্রশাসন। 
দায়িত্ব নেয়ার পর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন আবুজার রহমান। 
প্রসঙ্গত গত ২৯মে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান। এরআগে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করেন তিনি। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী