ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
টেকনাফে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-০৭-০৩ ০৭:২৩:৫৪

কক্সবাজারের টেকনাফ সীমান্তে কাছে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিকালে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ আয়াছ বলে জানা গিয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ইনচার্জ বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে মৃত রোহিঙ্গাকে নিয়ে  যারা এসেছিল তারা পালিয়ে গেছে।

এর আগে, গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী