ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সাংবাদিকদের নামে অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
  • নরসিংদী প্রতিনিধি:
  • ২০২৪-০৭-০৩ ০৬:৫৩:২৮

গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর প্রেসক্লাব, নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে  সাম্প্রতিককালে সাংবাদিকদের ম্যানেজ করে এসেছি  এরকম বক্তব্য মানহানিকর হওয়ায় সংবাদ কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।

বুধবার (০৩ জুলাই) সকাল ১১টায় নরসিংদী আরশিনগর নরসিংদী সদর প্রেসক্লাবের সামনে সাংবাদিক মাসুদ রানা বাবুলের সার্বিক তত্ত্বাবধানে  বক্তব্য রাখেন আজকে চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির সভাপতি হাজী জাহিদ , নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খোকা, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুর ইসলাম, আনন্দ টিভি ও ইনকিলাবের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আর এ লায়ন সরকার।

 নরসিংদী সদর ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামাল প্রধান,সিএনএন বাংলা টিভির প্রতিনিধি মাইনুদ্দিন সরকার, জোনাকি টেলিভিশনের ফাহিমা খানম, নরসিংদী প্রাইম রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি,জিএম মতিউর রহমান, সাংবাদিক ডাক্তার শরিফ প্রমুখ।

আর এ লায়ন সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নরসিংদীর কমিটির সভাপতি রফিকুল মিয়া, সাপ্তাহিক মশালের প্রতিনিধি সোহাগ, সাপ্তাহিক মশালের রিপোর্টার শেখ রনি, দৈনিক দিনের কন্ঠে জেলা প্রতিনিধি হাসান সরকার, সাপ্তাহিক নরসিংদীর সংবাদের স্টাফ রিপোর্টার কামাল সরকার, দৈনিক লাল-সবুজের প্রতিনিধি মোতাহার হোসেন।

দৈনিক গোয়েন্দা রিপোর্টের প্রতিনিধি তালাত মাহমুদ, দৈনিক রূপবানীর রায়পুরা প্রতিনিধি হোসেন সরকার, দৈনিক দেশের পত্রের জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক বজ্র শক্তির জেলা প্রতিনিধি আলতাফ হোসেন, দৈনিক সরকার পত্রিকার জেলা প্রতিনিধি সনিয়া আক্তার, সাপ্তাহিক সমাজের পত্রিকার নির্বাহী সম্পাদক গোপাল সাহা, স্টাফ রিপোর্টার মানিক মিয়া, নরসিংদী বার্তার পত্রিকার স্টাফ রিপোর্টার জামান মিয়া, সাপ্তাহিক জাগরিত বাংলার প্রতিনিধি গাজী পারভেজসহ ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অবস্থিত।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালীদের লুটপাটের চিত্র উন্মোচনে গণমাধ্যমের গুটি কয়েককর্মী কাজ করছেন। তাদের সেই কণ্ঠ রোধ করতে প্রভাবশালীরা নানা তৎপরতা চালাচ্ছেন। সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার । আবার দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ভয়ভীতি দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা করছে।

 সাংবাদিকরা গণমাধ্যমে সাধারণ মানুষের অধিকার, দুর্নীতি, অনিয়মের চিত্র তুলে ধরতে কাজ করেন। সেই লেখনি কোনো অপশক্তি বন্ধ করতে পারবে না। মানববন্ধন থেকে উপস্থিত সাংবাদিকরা জানান আগামী এক সপ্তাহের মধ্যে লায়লা কানিজ লাকি চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ, সাংবাদিকদেরকে ম্যানেজ করে এসেছি টাকার বিনিময়ে এই বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা না চান তাহলে এক সপ্তাহ পর বৃহত্তম আন্দোলনের ডাক দিবেন, বিভিন্ন সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী