ঢাকা বুধবার, মে ১৫, ২০২৪
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও একাদশে ভর্তি শুরু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-১৩ ১১:০০:৩১

করোনায় দীর্ঘ সাড়ে ৫ মাস ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে বৈরি পরিবেশেই শুরু হলো একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পর কলেজে ভর্তি হতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে এখনও কলেজ পাননি ২৪ হাজার শির্ক্ষাথীছেলে মেয়ে। বোর্ডের আশ্বাস, ভর্তি হতে পারবেন সবাই। অনলাইনে ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আবার কোলাহল মুখর কলেজ ক্যম্পাস। করোনার বৈরি পরিবেশে শুরু হলো এবারের কলেজ ভর্তি। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। অনেক অপেক্ষার পর ভর্তি হতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে অনলাইন ভর্তিতে অভিযোগও করেন কেউ কেউ।

এবার তিন দফার আবেদনে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এখনও কলেজ পাননি ২৪ হাজার শিক্ষার্থী। তবে, বোর্ডের আশ্বাস ভর্তির সুযোগ পাবেন সবাই।

গত ৯ আগস্ট অনলাইনে কলেজ ভর্তির আবেদন শুরু হয়। তিন দফায় নেয়া আবেদন শেষ হয় ৮ সেপ্টেম্বর।

এরইমধ্যে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে সরকার। যাতে বলা হয়েছে, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তিতেসেসন ও ভর্তিফিসহ সাকুল্যে এক হাজার টাকা।

জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মেট্রপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলো তিন হাজার টাকা নির্ধারন করা হয়েছে। আর ঢাকা মেট্রপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি সেশন ও ভর্তিফিসহ সাকুল্যে পাচ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। অক্টবরে প্রধম সপ্তাহ থেকে একাদশ শ্রেনীতে শুরু ক্লাস শুরু হবে বলে জানানো হয়।

নীলফামারীতে চার শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান
গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
সর্বশেষ সংবাদ