ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধণা পেলেন শাহিদ মাহমুদ
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৭-০২ ০৮:৫৩:০৫

শেষ কর্মদিবস শেষে বিদায় নিয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। মঙ্গলবার তাকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। 

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি এ সময় উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দফতর এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ্য থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদকে। 

প্রসঙ্গত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ২০১৯ সালের ২৭জুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহিদ মাহমুদ। 
এদিকে আগামীকাল ৩জুলাই শপথ নেবেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার জাকির হোসেন শপথ বাক্য পাঠ করাবেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী