ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে চালককে খুন করে ভ্যান ছিনতাই
  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • ২০২৪-০৭-০২ ০৫:৪৩:৪৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর তার ভ্যানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কছিম উদ্দিন নিমগাছী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার  জানান, ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে অটোভ্যান ছিনিয়ে নেওয়া হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী