ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বলাৎকারের অভিযোগে এক শিক্ষক আটক
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-০৭-০২ ০৫:৪০:০৩

দিনাজপুরে একটি আবাসিক মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রবিউল ইসলাম রবি নামে মাদ্রাসার এক শিক্ষককে  গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এঘটনায় বলাৎকারের শিকার  শিশুটির পিতা বাদশা মিয়া বাদী সোমবার ( ০১ জুলাই)  রাত ১১ টায় দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। 

এ ঘটনা নিশ্চিত করেছেন,দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  শেখ জিন্নাহ আল মামুন। 

তিনি ঘটনা নিশ্চিত করে  বলেন,'শহরের পাক-পাহারপুর এলাকায় 'তা'মীরুল উম্মাহ' নামে মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আমরা প্রথমে জানতে পারি এক শিক্ষককে মারধরের কথা। পরে মুল বিষয়টি অবগত হই।অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম রবির বাড়ি দিনাজপুর  ৬ নং উপশহরের খেরপিট্রি এলাকায়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে গণধোলাইয়ের শিকার অভিযুক্ত শিক্ষক রবিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাতে ভিকটিমের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।'

সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক মাসুদ রানা, ঘটনা সত্যতা স্বীকার করে জানান, দুপুরের পর মাদ্রাসায় এসে বিষয়টি জানাতে পারি। জানার পর ভিকটিম শিক্ষার্থীর কাছে গেলে সে ঘটনা জানান।পরীক্ষা করে প্রমাণও পাই। পরে এলাকাবাসী জেনে মাদ্রাসা ঘেরাও করে অভিযুক্ত শিক্ষক রবিউলকে গণধোলাই দেয়। আমি বাধ্য হয়ে বিষয়টি থানায় অবগত করি।'

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী