ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
গুগল ক্রোমে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক: করতে পারবেন ভয়েস কন্ট্রোল
  • Financial Post Desk
  • ২০২৪-০৭-০২ ০৫:০৩:০৩

অ্যান্ড্রয়েডের ক্রোম ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ওয়েবসাইটের কনটেন্ট ব্যাকগ্রাউন্ড চালু রাখতে পারবেন। গুগলের মতে, নতুন ফিচারের ফলে লিসেন টু দিস পেজ অপশনটির ব্যবহার আরো বাড়বে।

 
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ক্রোমে অডিওবুকের মতো ওয়েব পেজ পড়ে শুনতে পারেন। এ সময় স্ক্রিনের নিচে একটি মিনি-প্লেয়ারও দেখা যায়। 

একই সঙ্গে ব্যবহারকারীরা চাইলে ওয়েব পেজ পড়ে শোনানোর ভয়েস কন্ট্রোল করতে পারেন। তবে ফিচারটি শুধু ক্রোম অ্যাপটি ওপেন থাকা অবস্থায় চলে। গুগল ক্রোম থেকে অন্য অ্যাপে চলে গেলে সবকিছু বন্ধ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক নামের নতুন এ ফিচার বন্ধ থাকলেও এটি ব্যবহারকারীকে আর্টিকেল পড়ে শোনার সুবিধা দেবে। 


প্রযুক্তি ওয়েবসাইট এমএস পাওয়ার ইউজার প্রথম এ ফিচার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। আগে থেকেই ক্রোমের ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজারে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের ফিচারটি রয়েছে।

মিড-বাজেটের প্রথম আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি সি৭৫
বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট ফোন রিয়েলমি জিটি ৭ প্রো
‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে