‘সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি’র উদ্দ্যোগে রোববার সকালে বাজার স্টেশন চত্বরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানবন্ধনে বক্তারা সিরাজগঞ্জ থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ট্রেন চালুর দাবি জানান। এসময় বক্তারা আরও বলেন, যমুনা বিধৌত সিরাজগঞ্জ মৎস ও শষ্য ভান্ডার নামে খ্যাত এই জেলার চলনবিল অঞ্চলের মাছ দেশের রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যায়।
তাছাড়াও ট্রেন চালু বন্ধ করায় উত্তরবঙ্গের নাম করা শহীদ এম মনসুর আলী মেডিকেল এন্ড কলেজ হাসপাতাল ,মেরিন একাডেমি, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা কলেজ, ইসলামিয়া কলেজ যাতায়াত কারী জনগণ ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে।
অতিসত্তর সিরাজগঞ্জ থেকে খুলনা পর্যন্ত সকাল সন্ধ্যা ২টি ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সেপ্রেস ট্রেনকে আধুনিকায়ন করতে হবে, এসি বগি সংযোগ সহ সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মান কাজ দ্রুত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ জহরুল ইসলাম রাজা, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারন সমাপাদক আবু বকর ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু মোহাম্মাদ জুলফিকার,বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, ফুলাদ হায়দার খান,আব্দুল মালেক মন্টু, সাবেক সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল,জেলা বাসদের আহবায়ক কমরেট নব কুমার, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমুখ। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রসাশক (সাবিক) মাধ্যমে রেলমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য স্বার্থরক্ষা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ ড.জান্নাত আরা তালুকদার হেনরীর সাথে ট্রেন চালুর মতবিনিময় করেন। এসময় উল্লেখিত দাবি বাস্তবায়নের আহবান জানালে তিনি স্বার্থরক্ষা কমিটির দাবি সমূহ জাতিয় সংসদে উত্তোলন সহ সন্মানিত রেলমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন।
জেলা শহরে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সুকুমার চন্দ্র দাস সহ কয়েক জন বিভিন্ন পেশাজীবী ব্যক্তি জানান, বত্র্মানে জেলা শহরে সড়ক পথছাড়া অন্য কোন যোগাযোগ মাধ্যম নাই।