ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন
  • দুর্গাপুর প্রতিনিধি:
  • ২০২৪-০৬-৩০ ০৯:৫৯:১০

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাবেক সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. নাদিম মোস্তফার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাবেক সাংসদ এ্যাড. নাদিম মোস্তফার রাজনৈতিক নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, সাবেক সাংসদ এ্যাড. নাদিম মোস্তফা পরিবার নিয়ে রাজধানীর গুলশানের নিজ বাসায় ছিলেন। গতকাল ২৯ জুন শনিবার রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ রোববার আনুমানিক সকাল ১২.১৫ ঘটিকার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে সাবেক এই সাংসদের বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, একপুত্র ও এককন্যা সন্তান রেখে যান। এ্যাডভোকেট নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুইবার রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

বিশ্বস্ত নেতৃবৃন্দ সূত্রে আরো জানা যায়, আজ রবিবার সাবেক সাংসদ এ্যাড. নাদিম মোস্তফার মৃতদেহ রাজশাহীতে আনা হবে, আগামীকাল সোমবার জানাযা শেষে দাফন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী