লক্ষ্মীপুর জেলার কমলনগরের মেঘনা নদীর তীরে রাসেলস ভাইপার সাদৃশ্য একটি সাপকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। গত শুক্রবার সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখতে পেয়ে উপস্থিত লোকজন ‘রাসেল ভাইপার’ মনে করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
স্থানীয়দের দাবি, সাপটি বহুল আলোচিত বিষাক্ত রাসেলস ভাইপার। তবে উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান জানিয়েছেন, এটি রাসেলস ভাইপার নয়, অন্য কোনো প্রজাতির সাপ হতে পারে।
উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনও পড়ে আছে। দেখতে হুবহু রাসেলস ভাইপারের মতো। এটি রাসেলস ভাইপারই হতে পারে।
কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেল ভাইপারের ধরনের সঙ্গে অধিকাংশই মিল নেই। এটি অন্য কোনো প্রজাতির সাপ।