ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • ২০২৪-০৬-২৯ ০৫:১২:২১

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী ইজাজের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় সুহিলপুর ইউনিয়নের চেয়্যারম্যান আবদুর রশিদ ভুঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম,জেলা ছাএলীগের সহসভাপতি নাসিম, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু ও ঘাটুরা ৮নং ইউনিয়নের মেম্বার কাজী খোকন।

বক্তারা, প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। পুলিশকে ১৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা ।

গত ৫ জুন সদর উপজেলা পরিষদের  নির্বাচনের বিজয় মিছিলে হামলা চালিয়ে ইজাজকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী